Friday, May 27, 2011

বিদ্রোহী -- রংগন চক্রবর্তী

চুরুলিয়ার দুখু মিঞা
৮৯৯ সালের ২৪ মে বর্ধমানের অজয় নদীর ধারে চুরুলিয়া গ্রামে জন্মেছিল বাচ্চাটা। বংশ ছিল কাজীদের। তাঁরা নাকি মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের আমলে বিহার থেকে চলে এসে বসতি গেড়েছিলেন এই গ্রামে। তখন কিছু নিষ্কর জমি থাকলেও দুখুর জন্ম হতে হতে সব চলে গিয়ে থেকে গিয়েছিল অশেষ দারিদ্র। নটি ছেলেমেয়ে আর দুই স্ত্রী নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন আব্বাজান কাজী ফকির আহমেদ। দ্বিতীয় স্ত্রী জাভেদা খাতুনের গর্ভে  ষষ্ঠ সন্তানের ভাল নাম নজরুল ইসলাম হলেও, ডাক নাম দুখু মিঞাটাই বেশি জুতসই হয়েছিল।